পেগুলাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা
টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমি-ফাইনালেও ধরে রাখলেন এলেনা রিবাকিনা। মেলবোর্ন পার্কে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন এ রুশ তারকা।