১১৭ টাকার বেশিতে ডলার কিনতে হচ্ছে রপ্তানিকারকদের। পুরোপুরি বাজারভিত্তিক না হওয়ায় এভাবেই ডলারের বাজারের অবস্থা তুলে ধরলেন ব্যাংকার্সরা। আজ (সোমবার, ১৩) স্বাস্থ্যসুরক্ষায় ব্যাংকের অর্থায়নে হাসপাতাল নির্মাণ সংক্রান্ত বিষয়ে ব্যাংকের চেয়ারম্যানদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ ব্যাংকের। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যানরা জানান, বাংলাদেশ ব্যাংক যে নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আনছে সেটি ইতিবাচক প্রভাব রাখবে আর্থিকখাতে।