নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক
নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এতে করে জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহারের সুবিধা হারালেন ১৭ কোটিরও বেশি গ্রাহক। এর আগে, গেল এপ্রিলে চীনা মোবাইল অ্যাপ টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পক্ষে বিল পাশ করে মার্কিন কংগ্রেস। এই মর্মে টিকটককে ১৯ জানুয়ারি রোববার পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। যদিও মার্কিন গণমাধ্যম বলছে, টিকটিক বিক্রির জন্য বাইটড্যান্সকে আরও ৯০ দিন সময় দিতে পারে ট্রাম্প প্রশাসন।