ভালো চাকরির প্রলোভন দেখিয়ে উন্নত কোনো দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের দিয়ে করানো হচ্ছে টেলিকম প্রতারণার কাজ। প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ডলার। প্রতারণার ফাঁদে পড়া মানুষগুলোকে প্রতিনিয়ত হতে হচ্ছে চরম নির্যাতনের শিকার। সম্প্রতি মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে কাজ করছে চীন, মিয়ানমার, থাইল্যান্ড।