বিনামাস-২ জাতের ডাল চাষে সফলতা
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কৃত বিনামাস-২ জাতের ডাল আবাদে সফলতা পেয়েছেন মাগুরার চাষিরা। আমন ধান ও চৈতালি ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় নতুনজাতের এই ডাল চাষ করে কৃষকরা বাড়তি আয়ের মুখ দেখছেন। নাইট্রোজেনের অভাব পূরণ করে জমির উর্বর শক্তি বাড়ায় উচ্চফলনশীল এই জাতটি।