মহাকাশে দুই নভোচারী আটকা; তীব্র সমালোচনার মুখে বোয়িং ও নাসা
মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনারে করে মহাকাশে গিয়ে দুই নভোচারীর আটকা পড়ার ঘটনায় চরম তীব্র সমালোচনার মুখে পড়েছে বোয়িং ও নাসা। কোটি কোটি ডলার বিনিয়োগের পরও কেনো স্টারলাইনারের এই অবস্থা, তা নিয়েও চলছে বিতর্ক। এদিকে, এ ঘটনায় মহাকাশযাত্রায় চাহিদার তুঙ্গে উঠেছে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান 'ড্রাগন'।