জেগে উঠেছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা’
আবারও জেগে উঠেছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। তুষারের চাদর ভেদ করে উঠে আসছে আগুনের ফোয়ারা। বিরল এই দৃশ্য উপভোগ করতে মাউন্ট এটনায় ভিড় জমিয়েছেন পর্যটকেরা। অব্যাহত অগ্ন্যুৎপাতের ঝুঁকির মধ্যেও মনোরম এই দৃশ্য হাতছাড়া করছেন না পর্বতারোহীরা।