সাইক্লোন চিদো'র তাণ্ডবে ফ্রান্সে ১৪ জনের প্রাণহানি
ফ্রান্সের মায়োট উপকূলে সাইক্লোন চিদো'র তাণ্ডবে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চল লাগোয়া ফ্রান্সের এই এলাকার বাসিন্দারা গেল একশ বছরে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।