বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন অচল পড়ে থাকায় ভোগান্তিতে যাত্রীরা
যশোরের বেনাপোল স্থলবন্দরে চোরাচালান ঠেকাতে ও যাত্রী পারাপার নিরাপদ করতে বসানো চারটি স্ক্যানিং মেশিনের তিনটি অচল হয়ে পড়ে আছে। ফলে বন্দর দিয়ে ভারতে যাওয়া-আসা করা যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী স্ক্যান করা সম্ভব হচ্ছে না। দায়িত্বে থাকা ব্যক্তি ব্যাগ খুলে মালামাল নামিয়ে চেকিং করছেন। এতে বিব্রত হচ্ছেন যাত্রীরা।