বিপিএলের ট্রু উইকেটে পেসারদের সাফল্য
বিপিএলে ট্রু উইকেটে খেলা হওয়ায় লাভবান দেশের ক্রিকেটাররা। বেশিরভাগ ম্যাচেই রান হয়েছে ২০০ ছাড়ানো। দেশিয় পেসাররা আছেন তালিকার ওপরের দিকেই। বোলারদের স্কিলে থাকছে উল্লেখযোগ্য উন্নতির সুযোগ। চ্যাম্পিয়নস ট্রফিতে দেশের পেসাররা দারুণ বোলিং করবে এমনটাই বিশ্বাস অ্যাকাডেমির বোলিং কোচ তারেক আজিজের।