চার দিনে ভারতে ৪৮ লাখ বিয়ের আসর!
শীতের আমেজ আসতেই ভারতে শুরু হয়েছে বিয়ের মৌসুম। ১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর দেশটিতে বসবে ৪৮ লাখ বিয়ের আসর। যা থেকে ব্যবসা হবে প্রায় ছয় লাখ কোটি রুপি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) বলছে, শুধু দিল্লিতেই নভেম্বর-ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান রয়েছেন সাড়ে চার লাখ।