শীতের সঙ্গে বিয়ের যেন মধুর সম্পর্ক। সাধারণ সময়ের তুলনায় এই মৌসুমেই চলে বিয়ের ধুম। ভারতে যার ব্যতিক্রম হয়নি এবারও। এবার শীত মৌসুমে সাত পাকে বাধা পড়ছেন অন্তত ৪৮ লাখ তরুণ-তরুণী।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) জানায়, আগামী ১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর বুকিং হয়েছে এসব বিয়ের। সিএআইটি'র বেদ ও আধ্যাত্মিক কমিটির আহ্বায়ক আচার্য দুর্গেশ তারে জানান, পঞ্জিকা অনুযায়ী বিয়ের জন্য শুভ নভেম্বরের ১০ দিন।
ডিসেম্বরে বিয়ের শুভ দিন হলো ৪, ৫, ৯, ১০, ১১, ১৪, ১৫ এবং ১৬ ডিসেম্বর। এরপর বিয়ের শুভ দিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় একমাস।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের হিসেব বলছে, ৪৮ লাখ বিয়ে থেকে ব্যবসায়ীদের আয় হবে প্রায় ছয় লাখ কোটি রুপি। সিএআইটি বলছে, পারিবারিক অবস্থা বিবেচনায় বিয়ের খরচে তারতম্য রয়েছে। সেক্ষেত্রে বিবাহ ভেদে খরচ হবে ৩ থেকে ৫০ লাখ রুপি। এসব খরচের ১০ শতাংশ ব্যয় হবে শাড়ি, লেহেঙ্গা ও নানা পোশাকের জন্য । আর গয়নাতে খরচ প্রায় ১৫ শতাংশ।
এছাড়া ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য দুই শতাংশ খরচ হয় বিয়েতে। পাশাপাশি অর্কেস্ট্রা ও মিউজিকের জন্য গড়ে তিন শতাংশ, গাড়ির জন্য তিন এবং ভেন্যু, বিয়েবাড়ি, হোটেলের খরচ পাঁচ শতাংশ।
এবার ৪৮ লাখ তরুণ-তরুণী বিয়ের পিঁড়িতে বসলেও গতবারে ভারতে এই সংখ্যা ছিল ৩৫ লাখ।