অত্যাধুনিক রণতরী যুক্ত করে বিশ্বকে কী বার্তা দিতে চাইছে চীন?
যুক্তরাষ্ট্র ছাড়া আর কারও কাছে নেই; নৌবহরে ফুজিয়ান নামে অত্যাধুনিক এমন বিমানবাহী রণতরী যুক্ত করে বিশ্বকে কী বার্তা দিতে চাইছে চীন? তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ মোকাবিলা না কি পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের ইঙ্গিত? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এর মাধ্যমে বৈশ্বিক মঞ্চে বেইজিং যে নিজেদের সামরিক শক্তি অগ্রযাত্রার জানান দিতে চাইছে তা বলাই যায়।