বিপিএল চ্যাম্পিয়নের জন্য থাকছে বিশাল প্রাইজমানি, একনজরে পূর্ণাঙ্গ তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ১২তম আসরের জমকালো ফাইনাল আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—বিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে (How much money will BPL 2026 champion get)? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি এবং ব্যক্তিগত পুরস্কারের অংক গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।