দ. কোরিয়ায় ক্যামেরা হ্যাক করে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, সতর্কতা জারি
দক্ষিণ কোরিয়ায় বাসা-বাড়িতে ব্যবহৃত ক্যামেরা হ্যাক করে যৌন শোষণমূলক ভিডিও তৈরি করেছে অপরাধীরা। ১ লাখ ২০ হাজারের বেশি ক্যামেরা হ্যাক করে বানানো সেই ভিডিও বিদেশি ওয়েবসাইটের কাছে বিক্রি করায় ৪ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ। এ ঘটনার পর বাসা-বাড়িতে ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সর্তক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।