শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্শন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চতুর্দশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে ১৪৮ জন।