কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না দ্রব্যমূল্যের লাগাম। মাত্র দুই হাত বদলে বাড়ছে উৎপাদিত সবজির দর, হয়ে যাচ্ছে দ্বিগুণ। যদিও দাম বাড়ার জন্য হাটের শ্রমিক, পরিবহনসহ নানা খরচকে দুষছেন বিক্রেতারা। কাঁচা সবজির মূল্য নির্ধারণের সুনির্দিষ্ট কাঠামোর অভাবে বিক্রেতারা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।