বিপিএল নিলামে বাদ পড়া অভিযুক্ত ৯ ক্রিকেটারের প্রতি অবিচার করেছে বিসিবি: ফাহিম সিনহা
বিপিএলের নিলাম থেকে বাদ পড়া অভিযুক্ত ৯ ক্রিকেটারের প্রতি অবিচার করেছে বিসিবি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে এ বক্তব্য দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ফাহিম সিনহা। অভিযুক্ত খেলোয়াড়দের অভিযোগের সত্যতা দেশবাসীর সামনে আনার তাগিদ দেন তিনি। সেই সঙ্গে বোর্ডের অভিযুক্ত কর্মকর্তাদেরও শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এই বোর্ড পরিচালক। অন্যদিকে, কোনো ধরনের ঘরোয়া আসরে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় ৪৫টি ক্লাব।