কুড়িয়ে পাওয়া ১০ টন বর্জ্যের ‘প্লাস্টিক দানব’
কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মাণ করা হয়েছে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া ১০ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই ভয়ানক অবয়ব যেন প্লাস্টিক দূষণের ভয়াবহতার সাক্ষ্য বহন করছে। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে আয়োজকরা।