ভয়েজার-১ এবং ভয়েজার-২ সৌরজগতে এক অভূতপূর্ব আবিষ্কার করেছে। প্রায় চার দশক ধরে মহাশূন্যে ছুটে চলা পুরনো এ দুই মহাকাশযান হেলিওপজ অংশে অত্যন্ত উত্তপ্ত প্লাজমা স্তরের সন্ধান দিয়েছে।