সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের সাড়া নগণ্য। গেল একবছরে প্রবাস স্কিমে নিবন্ধনের কোটা ১ হাজারও পূরণ হয়নি। তবে আগে এনআইডির প্রয়োজন হলেও এখন পাসপোর্টের তথ্য দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। প্রবাসীরা বলছেন, যথাযথ প্রচার ও আস্থার অভাবে মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। নতুন করে প্রচার বাড়ালে সাড়া মিলতে পারে প্রবাস স্কিমে।