প্রকল্পের-অগ্রগতি
নির্মাণ অসম্পূর্ণ, কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে
কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে। নির্মাণ অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে শিববাড়ি-বিমানবন্দর-গুলিস্তান রুট। যদিও দাবি করা হচ্ছে কাজের ৯৮ শতাংশ শেষ। বাস্তবে ফ্লাইওভার, স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণ শেষ হয়নি। এমন দায়সারা কাজে কোনোভাবেই প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না বলেই মত যোগাযোগ বিশেষজ্ঞদের।
ভূমি অধিগ্রহণ জটিলতায় এখনো শেষ হয়নি নেত্রকোণার বাইপাস সড়কের কাজ
নির্ধারিত সময় পার হলেও এখনো শেষ হয়নি নেত্রকোণার বাইপাস সড়কের কাজ। মাটি ভরাট আর ব্রিজ নির্মাণে চলে গেছে প্রকল্পের নির্ধারিত চার বছর। অথচ, ভূমি অধিগ্রহণ জটিলতায় বেশকিছু স্থানে এখনো শুরুই করা যায়নি কাজ। সবমিলিয়ে ১৩ দশমিক ২ কিলোমিটার এই প্রকল্পের অগ্রগতি ৫০ শতাংশেরও কম। এদিকে, সড়ক ও জনপদ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতা শেষ করে দ্রুতই সম্পন্ন করা হবে কাজ।