গাজা পুনর্গঠন নয় বরং যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার প্যারামিটার নতুন করে নির্ধারণ করাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এমনকি, ইসরাইলি গণমাধ্যমের দাবি, গাজাবাসীকে অন্যত্র সরানোর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কখনও বাস্তবায়িত হবে না। তবে, অস্থিতিশীল হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আর মার্কিন বিশ্লেষকরা বলছেন, যা কেউ কখনও কল্পনা করতে পারে না, এমন সমাধানের পথ বাতলে দিয়ে সবসময়ই খবরের শিরোনাম হতে চান নয়া মার্কিন প্রেসিডেন্ট।