ইউসিএল: রাতে মাঠে নামছে বার্সেলোনাসহ বড় দলগুলো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসেএল) ম্যাচে ঘরের মাঠে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকে আতিথ্য দেবে বার্সেলোনা। এছাড়া রাতে পিএসজি, আর্সেনালের মতো বড় দলগুলোও মাঠে নামছে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে।