চট্টগ্রামে ৯ লাখ গ্রাহকের গলার কাঁটা এখন প্রিপেইড মিটার
বিদ্যুতের প্রিপেইড মিটার যেন ভোগান্তির এক যন্ত্র। ডিমান্ড চার্জের নামে টাকা আদায়, বাড়তি মিটার ভাড়া, সাথে যোগ হয়েছে ১৮০ ডিজিটের পিন নম্বর ডায়ালের ভোগান্তি। সব মিলে চট্টগ্রামে ৯ লাখ গ্রাহকের কাছে এখন গলার কাঁটা এই প্রিপেইড মিটার।