দেশে বেড়েছে পারিবারিক সহিংসতা; ৯ মাসে কলহে প্রাণ গেছে ৪৫৬ জনের
দেশে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক সহিংসতা। আইন ও সালিশ কেন্দ্রের সবশেষ পরিসংখ্যান বলছে, গেল ৯ মাসে পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে ৪৫৬ জন। যা ২০২৪ সাল থেকেও প্রায় ১৩ শতাংশ বেশি। যেখানে ১৬৯ জন নারীকে হত্যা করেছে তার স্বামী নিজেই। পুলিশের তথ্যমতে- শুধু রাজধানীতেই প্রতি মাসে পারিবারিক সহিংসতায় হত্যা মামলা করছে ২০ থেকে ২২ জন। জমি নিয়ে বিরোধ, সামাজিক মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের অভাবে ঘটছে সহিংসতা বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা।