৩৬ লাখ একর চরাঞ্চলের জমির ৩ ভাগই অনাবাদী
জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান তৃতীয় বৃহত্তম। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, নতুন শিল্প-কারখানা নির্মাণে জমি কমার সাথে জিডিপিতে এর অবদান দিন দিন কমছে। অথচ বিস্তীর্ণ অনাবাদি চরের জমিকে আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় এনে উৎপাদন বাড়ানো গেলে বিপুল অংকের টাকা আয়ের দ্বার খুলবে।