ত্রিশ হাজারের বেশি পদকজয়ীর নাম এক তালিকায়
১২০ মিটার লম্বা কাগজে ৩০ হাজারের বেশি অলিম্পিক জয়ীদের নাম লিখে নতুন এক রেকর্ড গড়ার পথে ব্যাপটিস্ট চেবাসিয়ার। ১৮৯৬ সাল থেকে ২০২২ বেলজিয়াম গেমস পর্যন্ত পদক জয়ীদের নাম লিখতে নিজের চাকরিতে অব্যাহতি দিয়েছেন ২৭ বছর বয়সী এই আর্টিস্ট।