
নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির
নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ঘোষণা করা হবে আর কে কে পাচ্ছেন দলের দায়িত্ব। সারা দেশ থেকে আসবে দলের নেতাকর্মীরা। বেলা ৩ টায় থেকে শুরু হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা
দেশের রাজনীতিতে যুক্ত হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবে প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরাও। হাসনাত আবদুল্লাহ জানান, নতুন এই দলে যুক্ত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আর সারজিস আলম জানান, দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করার কথা।