নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা

দেশে এখন
রাজনীতি
0

দেশের রাজনীতিতে যুক্ত হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবে প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরাও। হাসনাত আবদুল্লাহ জানান, নতুন এই দলে যুক্ত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আর সারজিস আলম জানান, দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করার কথা।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রজনতার সমন্বয়ে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল। দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা হবে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম।

এ আয়োজনকে ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে নানা কর্মযজ্ঞ। মূল মঞ্চ তৈরি, শামিয়ানা টাঙানোসহ নানা কাজে ব্যস্ত শ্রমিকরা। অতিথিদের জন্য প্রস্তুত হচ্ছে আসন। লক্ষাধিক মানুষের সমাগমের জন্য নেয়া হয়েছে নানা প্রস্তুতি।

এরই মধ্যে দাওয়াতপত্র আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। যমুনায় দাওয়াত দিয়ে বের হয়ে আব্দুল হান্নান মাসউদ জানান, প্রধান উপদেষ্টা ছাড়াও জুলাই আন্দোলনের সহযোগী সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, আন্দোলনে আহত, শহীদদের পরিবার ও বিদেশি কূটনীতিকদের দাওয়াত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতি চাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্ক্ষাকে ধারণ করে সেটার ভিত্তিতে আমরা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল তাদেরকে দাওয়াত করেছি।’

আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে হাসনাত আবদুল্লাহ জানান, 'ন্যাশনাল সিটিজেন পার্টি'তে যুক্ত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সারজিস আলম বলেন, দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করবে নতুন এই দল।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্রজনতাকে এক সঙ্গে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আমাদের নতুন রাজনৈতিক দলে নানা শ্রেণি পেশার মানুষ এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে আবার অনেকেই চলে যাবে যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।'

দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক অনুষ্ঠান ঘিরে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ইএ