আগামী বছর বাজারে আসতে পারে নিনতেনদো সুইচ টু
২০১৭ সালে হ্যান্ডহেল্ড গেমিং জগতে নতুন পরিবর্তন আনে নিনতেনতো সুইচ ডিভাইস। তবে এরপর নতুন আর কোনো ডিভাইস বাজারে আসেনি। সম্প্রতি বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে আগামী বছরের শুরুতে হয়ত কোম্পানি নতুন ডিভাইস আনতে পারে।