দুই মাসের মেলায় সমৃদ্ধ নাটোরের অর্থনীতি
চৈত্র সংক্রান্তির শুরু থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত চলনবিল অঞ্চলে চলে গ্রামীণ মেলা। নতুন ধান ঘরে তোলার পাশাপাশি মেলা ঘিরে আশপাশের গ্রামে চলে উৎসবের আমেজ। স্থানীয়রা জানান, এই দুই মাসে দুই ডজনেরও বেশি মেলায় লেনদেন হয় অন্তত ২০ কোটি টাকা। যাতে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি।