দ্রুত-নির্বাচন

‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না’

দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়ার সাথে গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে। এছাড়া নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে দেশের জন্য ভালো হবেনা বলে মত বিএনপি নেতাদের। বিএনপি নেতাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাতেই হতে পারে ১/১১ এর মত ষড়যন্ত্র।

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার দীর্ঘায়িত হলে সংকট বাড়বে, তাই দ্রুত নির্বাচনই জাতির জন্য মঙ্গলজনক। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় তিনি একথা বলেন।

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার চান বিএনপির কর্মী-সমর্থকরাও

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ঘিরে উচ্ছ্বসিত ছিলো বিএনপির কর্মী-সমর্থকরাও। তাদের কণ্ঠে ছিলো জুলাই-আগস্টে ঘটা হত্যাকাণ্ডের বিচারের দাবি। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা প্রতিটি অপকর্মের সুষ্ঠু তদন্ত করে বিচার সুনিশ্চিত করা পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেয়ারও দাবি জানান তারা।