আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হাফিজ উদ্দিন বলেন,‘আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। ৭২ এর সংবিধান ছুড়ে ফেলা যাবেনা, সংবিধানের দায়িত্ব জনগণের।’
সংবিধান সংস্কার করার অধিকার রাখে নির্বাচিত সরকার ও জাতীয় সংসদ উল্লেখ করে হাফিজ জানান, এদেশের মানুষ গণতন্ত্র চায়।
সবশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, ‘৩২ নাম্বারে ঘটনার সাথে ভারতের ইন্ধন রয়েছে কিনা সেটা ভাবা দরকার।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন দিতে হবে তাহলেই সকল সমস্যার সমাধান সম্ভব হবে, গণতন্ত্র এবং নির্বাচন দূরে সরে যাচ্ছে নানা তালবাহানায়।’