স্বাভাবিক হতে শুরু করেছে আমিরাতের জনজীবন
অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার পানি নামতে শুরু করায় স্বাভাবিক হতে শুরু করেছে আমিরাতের জনজীবন। ইতোমধ্যে স্থবিরতা কাটিয়ে উঠেছে দুবাই বিমানবন্দর। তবে এখনও বেশকটি অঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। এঅবস্থায় ঘরবন্দি প্রায় পাঁচ শতাধিক প্রবাসী। তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ সমিতি।
নজিরবিহীন বৃষ্টি শেষে প্রাণ ফিরছে দুবাইয়ে
৭৫ বছরের রেকর্ড বৃষ্টির পর পেরিয়েছে তিন দিন। এখনও পানিবন্দি দুবাইয়ের বড় বড় অনেক সড়ক-মহাসড়ক। ডুবে আছে গাড়ি, কোমর পানিতে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। বিশেষ ধরনের ট্রাক দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে ।
ঢাকামুখী ৯টি ফ্লাইট স্থগিত করেছে আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে খারাপ আবহাওয়া ও বন্যার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকা অভিমুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। আজ (বুধবার, ১৭ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত এই ৯টি ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।