বিপরীত মেরুতে রংপুর-ঢাকা!
আগের চার ম্যাচে তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ জেতার জন্য ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে এনে, কিংবা একাদশে ছয়টি পরিবর্তন নিয়েও লাভ হয়নি দলটির। রংপুর রাইডার্সের কাছে সাত উইকেটে হারল ঢাকা। টানা পাঁচ ম্যাচ জিতে চলতি আসরে এখনও অজেয় রাইডার্স। দিনের আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল।