আগামী বাজেটে পোশাক খাতে নগদ সহায়তার উপর আয়কর কর্তনের হার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি করেছেন পোশাক মালিকরা। আর পোশাকের ন্যায্য দাম নিশ্চিতে চান সরকারের নীতি সহায়তা। আজ (শনিবার, ১ জুন) সকালে রাজধানীতে মতবিনিময় সভায় বিজিএমইএ নেতারা আসছে বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ, ২০২৯ সাল পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখাসহ একগুচ্ছ দাবি তুলে ধরেন।