প্রথমবারের মতো ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট শুরু
আজ (শুক্রবার, ১১ এপ্রিল) থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট। রাজধানীতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে ৮টি ইংরেজি মাধ্যম স্কুল। যাতে অনুর্ধ্ব-১২ ও ১৪ বছরের ২৫০ জন খুদে ফুটবলার অংশ নেবেন। বাফুফের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এ আসরে স্কুলের সংখ্যা আরো বাড়ানো হবে, তবে এখান থেকে দেশের ফুটবলে এখনি উল্লেখযোগ্য সফলতা আসবে বলে মনে করছে না ফুটবল ফেডারেশনও।