যাতায়াতে সুবিধা বাড়ায় বাণিজ্যমেলায় বাড়ছে দর্শনার্থী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতবারের তুলনায় ক্রেতা-দর্শনার্থী বেড়েছে। টিকিটের ইজারাদার প্রতিষ্ঠান বলছে, আগের চেয়ে প্রবেশমূল্য কিছুটা বাড়লেও বিআরটিসির বাস সুবিধা বাড়ায় দর্শনার্থী বাড়ছে। এতে টিকিট বিক্রিতে গত বছর লোকসান হলেও এবার মুনাফার আশা ইজরাদারদের।