অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া। মেইন গেটে নিরাপত্তাকর্মী থাকার কথা থাকলেও গেট খোলা থাকে বেশিরভাগ সময়। অবাধে চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চললেও নিরাপত্তাকর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক।