বিপিএলের প্লে অফ সমীকরণ ঘিরে নানা হিসেব নিকেশ
বিপিএলের প্লে অফের সমীকরণ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর-বরিশালে প্লে-অফ অনেকটা নিশ্চিত করলেও, বাকি কোন দুই দল যাবে সেরা চারে সেটা এখনো অনিশ্চিত। এমনকি টেবিলের তলানিতে থাকা ঢাকা-সিলেটেরও এখনো সম্ভাবনা রয়েছে প্লে-অফে যাওয়ার।