চলতি অর্থবছরের ৮ মাসে ১৯১টি জাহাজ কম ভিড়িয়েও প্রায় দেড় লাখ কনটেইনার বেশি হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। ব্যয় সাশ্রয়ে শিপিং কোম্পনিগুলো এখন ছোট জাহাজের পরিবর্তে বড় জাহাজে করে পণ্য আনায় সুফলও পাওয়া যাচ্ছে।