উদ্বোধনের আগেই সমালোচনার মুখে কিউবার সবচেয়ে উঁচু ভবন
উদ্বোধনের আগেই সমালোচনার মুখে কিউবার সবচেয়ে উঁচু ভবন টরে কে-টোয়েন্টি থ্রি হোটেল কর্তৃপক্ষ। তীব্র অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দেশটিতে বড় এই প্রকল্পকে বিলাসিতা বলছেন স্থানীয়রা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, ক্যারিবীয় দেশটির পর্যটন খাতকে চাঙা করতেই এই উদ্যোগ।