ছোট্ট চালাঘরে দুর্বিষহ দিন গুনছে যুব এশিয়া কাপজয়ী ইমনের পরিবার!
দুই রুমের ছোট্ট টিনের ঘর। সেখানেই বসবাস বাড়ির ৮ সদস্যের। জীবিকা নির্বাহের কষ্ট চাপা দিয়ে ছেলে ইকবাল হাসান ইমন দেশকে এনে দিয়েছেন মর্যাদার যুব এশিয়া কাপ। বাবার স্বপ্ন, ছেলে একদিন জাতীয় দলে খেলবে, বড় হবে করিমপুরের ছোট্ট চালের ঘরটা।