বিশ্বে বাজারে সুনাম কুড়াচ্ছে বাংলাদেশের জিন্স
২০২২ সালের হিসেবে বিশ্বে জিন্সের বার্ষিক বাজার ছিলো সাড়ে ৬ হাজার কোটি ডলার। যার বৃহৎ অংশের যোগনদাতা বাংলাদেশ। ২০২০ সালের পর থেকে জিন্স সরবরাহের এই শীর্ষ স্থান ধরে রেখেছেন এদেশের ব্যবসায়ীরা। মূলত এখানকার জিন্সের গুণগত মান ঠিক থাকার পাশাপাশি সাশ্রয়ী দাম হওয়ায় এর জনপ্রিয়তা বাড়ছে বিশ্বব্যাপী।