জামায়াত-এনসিপি জোট: ৫০ আসন চায় এনসিপি, প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত
শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এনসিপি। এমনটাই দুই দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও এনসিপি আসন সমঝোতায় ৫০টি দাবি করলেও জামায়াত বলছে, প্রার্থী দেখে আসন দেয়া হবে। এনসিপির বাইরেও আসন বণ্টন নিয়ে জামায়াতের কথা হচ্ছে, এবি পার্টির সাথেও। এনিয়েও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে দলগুলো।