চীনা-প্রেসিডেন্ট-শি-জিনপিং  

ট্রাম্পকে কেন ভয় পান শি জিনপিং?

ট্রাম্পকে ভয় পান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাই তিনি ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেবে না চীন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে নিয়ে জানান দিলেন এমন আত্মবিশ্বাসের কথা। যদিও ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া নিয়ে সন্দেহ তারই অধীনে কাজ করা সামরিক নেতাদের।

আফ্রিকাকে ৫১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের

আফ্রিকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অংশ হিসেবে আগামী তিন বছরের ৫১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে চলমান চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষক সম্মেলন এ প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টিকে ঋণের ফাঁদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে চীন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা আদায়ের পথে এগুচ্ছে কি-না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দক্ষিণে বন্যা-উত্তরের খরায় বিপর্যস্ত চীন

বন্যার তান্ডব, অন্যদিকে খরায় নিষ্প্রাণ বিস্তীর্ণ অঞ্চল। চীনের দক্ষিণে মুষলধারে বৃষ্টি, বন্যা-ভূমিধসে ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে তিনদিন ধরে। উত্তরে বৃষ্টির অভাবে ৯০ শতাংশ আয় হারিয়ে নিঃস্ব কৃষকরা। বানের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভবন, সেতু ও রাস্তাঘাট। বিধ্বংসী এ বন্যার দৃশ্য চীনের গুয়াংদং প্রদেশের।

চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে হামলা বাড়িয়ে চীন সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ায় সন্তোষ প্রকাশ করে পুতিন বলেন, 'চীন রাশিয়ার অংশীদার থাকবে সবসময়।' রুবল আর ইউয়ানে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ হচ্ছে বলেও জানান তিনি। এসময় পরমাণু শক্তি সক্ষমতা জোরদারের কথা জানায় দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিলেও ঠিক কি বাণিজ্যে জোর দেয়া হচ্ছে, তা নিয়ে চিন্তিত পশ্চিমারা।