উৎপাদন খরচের দ্বিগুণ দামে বিক্রি করতে পারায় সাভারে চাইনিজ সবজি চাষে তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। এখানকার শত শত বিঘা জমিতে বছরজুড়ে চাষ হচ্ছে চাইনিজ সবজি। ফলে, কয়েকটি গ্রাম এখন পরিচিত হয়ে উঠেছে চায়না গ্রাম নামেই। এখানকার উৎপাদিত সবজি রাজধানীর সুপারশপসহ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। অংকের হিসেবে বছরে এর বাজার মূল্য অন্তত ৩০ কোটি টাকা।