চট্টগ্রাম থেকে বছরে ৩০-৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি
ব্রাজিল, আফ্রিকা আর কেনিয়া থেকে আনা এক প্রকার গাছের বাকলে তৈরি হচ্ছে শক্তিশালী দড়ি, আর সে দড়ি জাপান, ইতালিসহ অন্তত ১০টি দেশে রপ্তানি করছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। জাপানি মালিকানাধীন বিএমএস রোপ নামের এ কারখানা বছরে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি করছে পৃথিবীর বিভিন্ন দেশে। বিশ্বে প্রতিবছর অন্তত ১৩ বিলিয়ন ডলারের দড়ি কিনছে মানুষ।