গুম, খুন ও নির্যাতন
গুমের শিকার বাবাকে নিয়ে কন্যার আর্তনাদ, অঝোরে কাঁদলেন তারেক রহমান

গুমের শিকার বাবাকে নিয়ে কন্যার আর্তনাদ, অঝোরে কাঁদলেন তারেক রহমান

কেউ এসেছেন গুমের শিকার বাবাকে হারিয়ে একাকী বেড়ে ওঠার গল্প শোনাতে, কেউ বললেন স্বামী হারিয়ে বছরের পর বছর কীভাবে অবহেলিত জীবন পার করছেন, সেসব কষ্টের দিনযাপনের কথা। কারো কারো কণ্ঠে বিচারবহির্ভূত হত্যা-পৈশাচিক নির্যাতনের শিউরে ওঠা স্মৃতিচারণ। গত ১৬ বছর ধরে গুম-খুন-নির্যাতনের শিকার এসব পরিবারের কষ্টের কথা শোনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বজনদের কান্না, আহাজারি আর দীর্ঘশ্বাসে ভারি হয়ে ওঠে সভাস্থল। তাদের আর্তনাদে মঞ্চে বসেই অঝোরে কাঁদলেন তারেক রহমান।